টানা দ্বিতীয়বারের মতো দেশের ১৭০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের (রাবি) মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গতবারের তুলনায় ১৮ ধাপ এগিয়ে অবস্থান হয়েছে ১ হাজার ১৯২তম।
সম্প্রতি বিশ্বের ১১ হাজার ৯৯৭টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ওয়েবমেট্রিক্স’র বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং-২০২৩-এর দ্বিতীয় সংস্করণের (জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১ হাজার ৫১তম।
এর আগে ২০২৩ সালের প্রথম সংস্করণে (জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল দ্বিতীয়। আর বৈশ্বিক অবস্থান ছিল ১ হাজার ২১০তম। ২০২২ সালের দ্বিতীয় সংস্করণে (জুলাই) ছিল চতুর্থ ও বৈশ্বিক অবস্থান ছিল ১৫৯৩তম এবং প্রথম সংস্করণে (জানুয়ারি) অবস্থান ছিল পঞ্চম ও বৈশ্বিক অবস্থান ছিল ২০৭৬তম।
এ বিষয়ে আজ বুধবার বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘এই এগিয়ে যাওয়া সকলের প্রচেষ্টার ফল। আমরা আমাদের প্রশাসনিক জায়গা থেকে সকলকে অনুপ্রাণিত করেছি, সহায়তা দেওয়াসহ প্রশাসনিক বিষয়গুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। শিক্ষকরাও সঠিকভাবে পাঠদান প্রক্রিয়া চালিয়েছেন, ভালো গবেষণা করেছেন, শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছেন এবং গণমাধ্যমকর্মীরা তাদের প্রতিবেদনের মাধ্যমে আমাদের সচেতন করেছেন। সবকিছুর সার্বিক প্রতিফলন কিন্তু এটি।’
সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে উপ-উপাচার্য বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশেরে সকল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অবস্থানে আসায় এবং আন্তর্জাতিক অবস্থানেও কয়েক ধাপ এগিয়ে আসায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। সামনের দিনগুলোতে আমরা চাইব শুধু দ্বিতীয় অবস্থান কিংবা ১ হাজার ১৯২ নয়, আমরা যেন বিশ্বের ৫০০-এর ভিতরে চলে আসতে পারি। তবে বিশ্বে আমাদের একটি ভালো অবস্থান তৈরি হবে। আশা করি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে সেদিকে এগিয়ে যাবে।’
ওয়েবমেট্রিক্সের মতো অন্য র্যাঙ্কিং প্রতিষ্ঠানেগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপ-উপাচার্য।প্রসঙ্গত, এই র্যাঙ্কিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে স্পেনের মাদ্রিদভিত্তিক এই প্রতিষ্ঠানটি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এই র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে থাকে।
0 coment rios: