সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিএনপির সঙ্গে এখন তাদের কর্মীরাও নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতিতে মিথ্যাচার করছে। মিথ্যাচার তাদের চিরাচরিত ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি বলেন, মিয়ানমারে যে অস্থিরতা বিরাজ করছে, তাতে সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে আমরাও প্রস্তুত আছি।সোমবার (১৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু কিছু জিনিসের দাম বাড়ছে, কিছু কিছু জিনিসের দাম কমছে। কমে যাওয়ার প্রবণতাও আছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে। 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর আলোচনা হলেও রাশিয়ার সঙ্গেও সম্পর্ক অটুট থাকবে। এ বিষয়ে রাশিয়াও কোন ধরনের আপত্তি জানায়নি। 

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, আনিসুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা হারুনুর রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: