মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

রানীশংকৈলে চলমান তাপপ্রবাহে সতর্কতা অবলম্বনে‌ মতবিনিময় সভা অনুষ্ঠিত


সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্রীষ্মকালের চলমান তাপপ্রবাহে সতর্কতা অবলম্বনে‌ ও মোকাবেলায় স্থানীয় ব্যবসায়ী নেতা, কর্মকর্তা, ও জনপ্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার ২৩ এপ্রিল বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)'র কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ইউএনও।তিনি তার বক্তব্যে দেশব্যাপি চলমান দাবদাহ মোকাবেলায় গণসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেন। এছাড়াও বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন- নেকমরদ ব্যবসায়ী সমিতির উপদেষ্টা খায়রুল ইসলাম, রাণীশংকৈল বণিক সমিতির সভাপতি সাবেক মেয়র মখলেসুর রহমান, ব্যবসায়ী নেতা


ইস্তেখার আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ইউএফপিএ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ফায়ার স্টেশন অফিসার নাসিম ইকবাল, প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রেসক্লাব(পুরাতন)


সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।


এছাড়াও সভায় শিক্ষা অফিসার বেলাল হোসেন ও রাহিমউদ্দিন, প্রকল্প কর্মকর্তা সামিয়েল মার্ডি,জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক আবু তাহের, স্বেচ্ছাসেবক লীগ নেতা নওরোজ কাউসার কানন, প্রেসক্লাব সভাপতি মোবারক,আলী, সহসভাপতি হুমায়ুন কবির, প্রবীণ সাংবাদিক নূরুল ইসলাম, সদস্য মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: