নিজস্ব প্রতিবেদক: ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ এই স্লোগানকে ধারণ করে রাজশাহীতে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রাজশাহী জেলা কৃষক লীগের আয়োজনে কেককাটা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে পবা উপজেলা কৃষক লীগের সহযোগিতায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মো: তাজবুল ইসলাম।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ওয়াজেদ আলী খাঁন এর পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যাপক এন্তাজ আলী, অর্থ-সম্পাদক এনামুল হক, কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মহসিন আলী, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি সুজন কবির ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কৃষক লীগের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভাশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকল নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতকে কৃষক লীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। খাদ্যে স্বংসম্পূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও কৃষক লীগ কৃষকদের অধিকার আদায়ে ও জাতির পিতার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষক লীগ কাজ করছে এবং তা আগামীতেও অব্যাহত থাকবে।
0 coment rios: