শনিবার, ৪ মে, ২০২৪

ফিলিস্তিনের গাজায় ইসরাঈল কর্তৃক বর্বর গনহত্যার প্রতিবাদে সিলেট মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।


বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি : ফিলিস্তিনে অবৈধ রাষ্ট্র ইসরাঈল কর্তৃক বর্বর গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর।


আজ শনিবার(০৪ মে) বিকাল ৫:১৫ মিনিটে সিলেট নগরীর বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ বলেন, ফিলিস্তিনে বারবার বর্বরোচিত হামলার মাধ্যমে ইসরাঈল প্রমান করেছে তারা বিশ্ব মানবতার জন্য একটি বিষফোঁড়া। আল আকসা মুসলমানদের ভূমি, মুসলমানদের প্রথম কিবলা।সেই ভুমির উপর ইসরাঈলীদের মানবতাবিরোধী ঘৃণ্য হামলা বিশ্বের মুসলিম কখনোই মেনে নিবেনা।

তিনি আরও বলেন, ইসরাঈলের গণহত্যার বিপক্ষে জিহাদরত প্রত্যেক ফিলিস্তিনি নাগরিকদের প্রতি আমাদের সমবেদনা, আমরা দোয়া করি আল্লাহ তায়া’লা তাদের বিজয়কে তরান্বিত করুন। ফিলিস্তিনিদের রক্ত আমাদেরই রক্ত,গাজার মায়েরা আমাদেরই মা,গাজার বোনেরা আমাদেরই বোন,গাজার ভাইয়েরা আমাদেরই ভাই। সুতরাং তাদের প্রতি, তাদের জিহাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং শহীগণের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মায়া কান্না বন্ধ করে ফিলিস্তিনের ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহন করুন। বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, যথাযথ ভাবে কার্যকর উদ্যোগ গ্রহন করার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর। ওআইসি, জাতিসংঘ ও আরব লিগ যদি ফিলিস্তিনের ব্যাপারে যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার দায় স্বীকার করে জাতিসংঘ,ওআইসি ও আরবলীগ ভেঙ্গে দেয়ার আহ্বান জানাচ্ছি।


বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের শাবিপ্রবি সভাপতি জহির উদ্দিন শিপন, জেলা পশ্চিমের সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনশক্তি নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করে সংগঠনটির সিলেট মহানগর শাখা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: