মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেয়ার চেষ্টায় হৃদয় হোসেন (২৫) নামে যুবককে আটক করে পুলিশ। পরে আটক যুবককে ৭ দিনের নিবাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলার মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কয়েকজন যুবক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেয়ার চেষ্টা করে। আটক হৃদয় হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ১নং- পাড়িয়া ইউনিয়নের পিয়াজু পাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
0 coment rios: