জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে ইতালির বিভিন্ন শহরে খোলা মাঠে ও মসজিদে ঈদুল আজহার নামাজ জামাতের সহিত আদায় করেছে মুসল্লীরা। ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশী ছাড়াও বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের লোকজন জামাতে শরিক হন। বিভিন্ন শহরে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ভেনিসের মেস্রে তে বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয় । সান জুলিয়ানো পার্ক, পার্কো পিরাগেত্ব সহ মসজিদে নামাজ আদায় করেন মুসল্লীরা। এছারাও ত্রেভিজো শহরে মসজিদে একাধিক জামাতে অংশ নেন মুসুল্লিরা।
0 coment rios: