মেহেরপুর প্রতিনিধি: আশরাফপুর মাঠে অনুষ্ঠিত মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ধানখোলা একাদশ জয়লাভ করেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই ) অনুষ্ঠিত খেলায় ধানখোলা একাদশ ৩-২ গোলে চাঁদবিল শেরে বাংলা ক্লাবকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের জুবায়ের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। মেহেরপুর সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়।
0 coment rios: