প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে চ্যানেল নিউজ এশিয়ার সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, যদি একটি নির্বাচন বৈধতা না পায়, তাহলে তা আয়োজন করার কোনো মানে নেই। তার প্রধান কাজ হলো একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা।
ভারতের সঙ্গে সম্পর্ক এবং শেখ হাসিনা প্রসঙ্গে সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছে। তিনি মোদিকে অনুরোধ করেছিলেন যেন শেখ হাসিনাকে ভারতে চুপ করে রাখা হয়।
ইউনূস মোদিকে বলেন, "আমরা হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করব না। আপনি তাকে রাখতে পারেন, তবে তার বিরুদ্ধে আমাদের বিচার প্রক্রিয়া চলবে।" তিনি আরও বলেন, হাসিনাকে বাংলাদেশ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়, কারণ এখনও তার অনেক সমর্থক আছে এবং তারা তার নির্দেশে দেশের পরিস্থিতি অস্থির করতে পারে।
ড. ইউনূস জানান, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো এবং তিনি ভারতের সঙ্গেও একই ধরনের সম্পর্ক চান। তিনি বলেন, ভারত চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, যেমনটা যে কোনো দেশ করতে পারে। তার মতে, বিনিয়োগের সুযোগ সবার জন্য উন্মুক্ত, শুধু চীনের জন্য নয়।
সরকারে থাকা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচন শেষে তিনি সরকারে থাকতে চান না। তিনি আশা করেন যে তার এই নেতৃত্ব একটি স্থায়ী প্রভাব রেখে যাবে। তিনি বলেন, গত ১৫ বছর ধরে ভোটাররা ভোট দিতে পারেননি, তাই তরুণরা তাদের ভোট দিয়ে একটি ভালো সরকার গঠন করবে, যা গণতান্ত্রিক নীতি অনুসরণ করবে।