সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়নি: উপজেলা প্রশাসন

চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়নি: উপজেলা প্রশাসন



চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত একটি গুজব ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়।

রোববার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে একটি ফেসবুক পোস্ট তাদের নজরে এসেছে। এটি নজরে আসার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চন্দ্রনাথ পাহাড় সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন। সীতাকুণ্ড দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাই শান্তি বিনষ্টকারী কোনো কর্মকাণ্ডকে এখানকার জনগণ সমর্থন করে না।

প্রশাসনের পক্ষ থেকে চন্দ্রনাথ মন্দির এলাকা পরিদর্শনের পর জানানো হয়, সেখানে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগের প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এই পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সাথে অতিরিক্ত পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্রাইন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

 


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ তিন চোরাকারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। তাদের কাছ থেকে মোট ৮৮৭.৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯২ লাখ টাকা।

গত রোববার (১৭ আগস্ট) বিমানবন্দরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন: মোঃ সালেহ ফয়সাল (২৭): তার কাছ থেকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।,মনিরুল ইসলাম (৩৪): তার কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। ,মাসুম রানা (৩২): তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

এপিবিএন জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ আনছিল। তারা একটি শক্তিশালী চোরাচালান চক্রের সদস্য হিসেবে কাজ করত। এ ঘটনায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর অধীনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাসুম রানাকে আইনি প্রক্রিয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তারা অত্যন্ত সতর্ক। চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না: প্রধান উপদেষ্টা

বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না: প্রধান উপদেষ্টা



প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে চ্যানেল নিউজ এশিয়ার সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, যদি একটি নির্বাচন বৈধতা না পায়, তাহলে তা আয়োজন করার কোনো মানে নেই। তার প্রধান কাজ হলো একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা।

ভারতের সঙ্গে সম্পর্ক এবং শেখ হাসিনা প্রসঙ্গে সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছে। তিনি মোদিকে অনুরোধ করেছিলেন যেন শেখ হাসিনাকে ভারতে চুপ করে রাখা হয়।

ইউনূস মোদিকে বলেন, "আমরা হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করব না। আপনি তাকে রাখতে পারেন, তবে তার বিরুদ্ধে আমাদের বিচার প্রক্রিয়া চলবে।" তিনি আরও বলেন, হাসিনাকে বাংলাদেশ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়, কারণ এখনও তার অনেক সমর্থক আছে এবং তারা তার নির্দেশে দেশের পরিস্থিতি অস্থির করতে পারে।

ড. ইউনূস জানান, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো এবং তিনি ভারতের সঙ্গেও একই ধরনের সম্পর্ক চান। তিনি বলেন, ভারত চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, যেমনটা যে কোনো দেশ করতে পারে। তার মতে, বিনিয়োগের সুযোগ সবার জন্য উন্মুক্ত, শুধু চীনের জন্য নয়।

সরকারে থাকা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচন শেষে তিনি সরকারে থাকতে চান না। তিনি আশা করেন যে তার এই নেতৃত্ব একটি স্থায়ী প্রভাব রেখে যাবে। তিনি বলেন, গত ১৫ বছর ধরে ভোটাররা ভোট দিতে পারেননি, তাই তরুণরা তাদের ভোট দিয়ে একটি ভালো সরকার গঠন করবে, যা গণতান্ত্রিক নীতি অনুসরণ করবে।