সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

 


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ তিন চোরাকারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। তাদের কাছ থেকে মোট ৮৮৭.৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯২ লাখ টাকা।

গত রোববার (১৭ আগস্ট) বিমানবন্দরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন: মোঃ সালেহ ফয়সাল (২৭): তার কাছ থেকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।,মনিরুল ইসলাম (৩৪): তার কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। ,মাসুম রানা (৩২): তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

এপিবিএন জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ আনছিল। তারা একটি শক্তিশালী চোরাচালান চক্রের সদস্য হিসেবে কাজ করত। এ ঘটনায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর অধীনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাসুম রানাকে আইনি প্রক্রিয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তারা অত্যন্ত সতর্ক। চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: