বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

গাজায় শান্তি পরিকল্পনায় সম্মত দুই পক্ষ




গাজা নিয়ে শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে।


এর অর্থ হচ্ছে, খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল তাদের সেনাদের নির্ধারিত একটি লাইনে সরিয়ে আনবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সমঝোতাকে ‘ইসরায়েলের জন্য একটি মহান দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন।


অন্যদিকে, চুক্তি কার্যকর করতে ট্রাম্প ও সংশ্লিষ্ট দেশগুলোকে তা মেনে চলতে বাধ্য করার আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, ইসরায়েল যেন চুক্তির সব শর্ত মানে তা নিশ্চিত করতে হবে।


শান্তি চুক্তি সই হওয়ার খবরে গাজা উপত্যকায় অনেককে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। ইসরায়েলেও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে।


২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দুই বছর দুই দিন পর, মিশরে শান্তি আলোচনা শুরু হয় এবং চুক্তির প্রথম ধাপে পৌঁছানো সম্ভব হলো।


হামাসের ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।


হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলার পর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬৭ হাজার ১৮৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ হাজার ১৭৯ জনই শিশু।  


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: