শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

যশের ৪০তম জন্মদিনে ‘টক্সিক’ ধামাকা নতুনরূপে হাজির রায়া




কন্নড় সুপারস্টার যশের ভক্তদের জন্য এবারের জন্মদিনটি ছিল বিশেষ কিছু। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের ৪০তম জন্মদিনে মুক্তি দিলেন নতুন ছবি টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস-এর প্রথম ঝলক। প্রকাশের পরপরই প্রায় তিন মিনিটের এই ভিডিওটি নেটদুনিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।

টিজারে যশকে দেখা গেছে রায়া চরিত্রে। ভিডিওটির শুরু হয় এক কবরস্থানের শেষকৃত্যের দৃশ্য দিয়ে, যা মুহূর্তেই মোড় নেয় টানটান উত্তেজনায়। বিস্ফোরণ, গুলির শব্দ আর রক্তাক্ত প্রেক্ষাপটে যশের বিধ্বংসী উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে। বিশেষ করে যশের সাহসী লুক, সিগার হাতে স্টাইলিশ ভঙ্গি এবং শেষ সংলাপড্যাডিস হোম যেন দর্শকদের উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

টিজারটি দেখার পর সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। ভক্তদের মতে, ছবির ভিজ্যুয়াল কোয়ালিটি এবং যশের উপস্থাপনা কোনো আন্তর্জাতিক মানের হলিউড অ্যাকশন মুভির চেয়ে কম নয়। এক সম্পূর্ণ ভিন্ন লুকে নিজেকে হাজির করে যশ প্রমাণ করেছেন যে, তিনি বড় পর্দার জন্য আবারও বড় কিছু নিয়ে আসছেন।

ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে এর শক্তিশালী কাস্টিং এবং নির্মাণ কৌশল:

·         পরিচালনা: গীতু মোহনদাস।

·         চিত্রনাট্য: গীতু মোহনদাসের সাথে যৌথভাবে কাজ করেছেন খোদ যশ।

·         তারকা বহর: ছবিতে যশের পাশাপাশি দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের মতো জনপ্রিয় তারকাদের।

·         প্রযোজনা: কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস।

·         ভাষা: ছবিটি কন্নড় ও ইংরেজিদুই ভাষায় একসাথে নির্মিত হচ্ছে।

জন্মদিনে ভক্তদের সাথে সরাসরি দেখা করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন যশ। তিনি জানান, বর্তমানে ছবির কাজ শেষ করাই তাঁর প্রধান লক্ষ্য। তবে দ্রুতই ভক্তদের সাথে সরাসরি দেখা করার আশ্বাস দিয়েছেন এই অভিনেতা।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এই ছবি টক্সিক


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: