নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলায় ভোলা সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১ হাজার পিচ ইয়াবাসহ বাবু(৩০) নামে ১ জনকে আটক করা হয়েছে।
ভোলা সদর মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে,শনিবার ৪ ই মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ভোলা সদর মডেল থানার এসআই মোঃ মহিউদ্দিন জুয়েলের চৌকস নেতৃত্বে একটি টিম ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের খেয়াঘাট এলাকার পল্টুন থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ মোঃ বাবু(৩০)কে আটক করেন।
পুলিশ জানায়,যাত্রী সেজে ঢাকা থেকে এমভি বালিয়া লঞ্চে মোঃ বাবু ইয়াবা পাচার করার সময় প্লাটুন থেকে তাকে আটক করা হয়।
ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,৪ ই মে শনিবার সকালে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকা থেকে ১ হাজার পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ সহ বাবু নামে একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
0 coment rios: