কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদকঃ ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে ৪ লিটার বাংলা মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শহরের কাশীপুর রেলগেট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের কাজী মফিজুল ইসলামের ছেলে ওরফে মাহবুবের ছেলে কাজী আব্দুল্লাহ আল দিগন্ত (২১), একই গ্রামের মৃত বাবলু মন্ডলের ছেলে তানভীর হোসেন (২১) ও তোফাজ্জেল হোসেনের ছেলে নাজমুল হোসেন নাঈম (২০)।
থানা পুলিশ জানায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দ্দেশনায় জেলার সকল থানার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে চেকপোষ্ট বসিয়ে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কালীগঞ্জ থানা পুলিশ শনিবার বিকালে কাশীপুর রেলগেটে অভিযানকালে একটি মটরসাইকেল সহ ৩ যুবককে আটক করে। এ সময় তাদের তল্লাশী চালিয়ে সাড়ে ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু আজিফ দেশীয় মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে রোববার আদালতে সোপর্দ্দ করা হবে।
0 coment rios: