বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

রানীশংকৈলে শালবন রক্ষা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

 


সুজন আলী রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল শালবন রক্ষা কমিটির  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ২০ জুন বৃহস্পতিবার বিকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের দক্ষিণ বাশঁবাড়ি এলাকায় কুলিক নদীর তীরে অবস্থিত শালবন প্রাঙ্গণে শালবন রক্ষা কমিটির সদস্য সচিব তামিম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালবন রক্ষা কমিটির আইন উপদেষ্টা, অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ।


এসময় উপস্থিত ছিলেন শালবন রক্ষা কমিটির সভাপতি, মোঃ সানা সদস্য হারুন উর রশীদ,  হরতাল, মিঠু, সিজান মাহমুদ, হোসেন আলী, সোহেল রানা, কাজল, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান, সাংবাদিক তাহেরুল তামিম, সাংবাদিক নাজমুল হোসেন, সাংবাদিক সুজন আলী প্রমুখ।

আলোচনা সভায় ব্ক্তারা বলেন  অনেক পুরোনো এই শালবনটি  কালের পরিবর্তনে আজ তার প্রাকৃতিক রূপ হারাচ্ছে , এক সময় এই শালবনটিতে গাছে ভরপুর ছিল। কিন্তু আজ তা অতীত মাত্র। বক্তারা আরো বলেন একটি কুচক্রী মহল শালবনের গাছ কেটে নিধন করছে  শালবনটির বেশ কিছু জায়গায় দখল করে নিয়েছে এবং বাকিটা নেওয়ার পায়তারা করছে

এতে পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছে তাই এখনি সময় শালবনটি রক্ষা করার


 উল্লেখ্য শালবন কমিটির আইন বিষয়ক উপদেষ্টা  বাংলাদেশে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, শালবাগানটি রক্ষার্থে জাস্টিস ডিমান্ড নোটিশ ও ফ্রেশ রিপ্রেজেন্টেশন ইস্যু করেন এবং বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৯২৭ সনের বন সংরক্ষণ আইনের ৪ ধারা এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ২২ ধারা অনুযায়ী শালবন সংরক্ষণ না করায় জনস্বার্থে রীট পিটিশন মামলা  দায়ের করেন। পরবর্তীতে ৯ জুন ২০২৪ইং তারিখে মামলার  শুনানি শেষে  মাননীয় হাইকোর্ট বিভাগ বন অধিদপ্তর সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষকে শালবন সংরক্ষণে প্রেরিত রিপ্রেজেন্টেশন নিস্পওির নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের নির্দেশনা পরবর্তী 

আইনগত কার্যক্রম নিয়ে শালবন রক্ষা কমিটির সদস্যরা একটি আলোচনা সভার আয়োজন করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: