টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহন করে দুর্দান্ত তিলাটিয়া এবং মুসলিম স্পোর্টিং ক্লাব। ০-১ গোলে জয় লাভ করে দুর্দান্ত তিলাটিয়া।
আজ (বৃহস্পতিবার) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার নিমতলা মাঠে বিকাল ৫ টায় খেলা শুরু হয়। দুর্দান্ত তিলাটিয়া প্রথমার্ধে ২০ মিনিটে মুসলিম স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ০-০ গোলে চ্যাম্পিয়নশিপে শেষ আশা বাঁচিয়ে রেখে বিরতিতে যায় তারা।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে দুর্দান্ত তিলাটিয়া শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কয়েকটি গোলের সুযোগ পেলেও গোল করতে ব্যার্থ হয় দুর্দান্ত তিলাটিয়া । ম্যাচের ৩৩ মিনিটে মোস্তাক গোল করে ম্যাচের বাকিটা সময় আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। আর তাতে করে ০-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দুর্দান্ত তিলাটিয়া।
সার্বিক সহযোগিতায় সোলায়মান কবির সোহেল
টুর্নামেন্ট পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন জাহারুল ইসলাম, সজীব হোসেন , আব্দুল হান্নান, সোহেল রানা, আরাফাত সরকার, কামাল হোসেন, শরীফ হোসেন, হুমায়ুন কবির নোবেল।
0 coment rios: