শুক্রবার, ২১ জুন, ২০২৪

নামাজ-পড়ালেখা নিয়ে শাসন করায় ফাঁস নিল কিশোরী


 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নুরজাহান আক্তার পিও (১৭) উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল এলাকার আব্দুল জব্বারের মেয়ে।  


শুক্রবার (২১ জুন) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল সংলগ্ন তছলিম মিয়ার ভবনে এই ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পিও চলতি বছর স্থানীয় ভীমপুর হাই স্কুল থেকে এসএসসি পাস করে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মা তাকে মৌখিক ভাবে নামাজ ও পড়ালেখা না করায় শাসন করে। এরপর সে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।           


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: