রবিবার, ২৯ জুন, ২০২৫

এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

 


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে তাঁদের চলমান 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছিল যে কর্মকর্তাদের আন্দোলনের কোনো সমাধান না হওয়ায় তারা শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখবে।

আজ রোববার (২৯ জুন) রাতে এই শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে হাসান মোহাম্মদ তারেক রিকাবদার বলেন, "কিছু বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। সরকার যে কমিটি করেছে, তাকে আমরা স্বাগত জানাই। ব্যবসায়ীদের অনুরোধে সব কার্যক্রম সচল রাখতে শাটডাউন প্রত্যাহার করা হলো।"

এর আগে, ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এনবিআর ইস্যুতে একটি ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এনবিআর সূত্র জানায়, দুদকের অনুসন্ধানের মুখে পড়া ৬ কর্মকর্তার মধ্যে পাঁচজন এনবিআরে চলমান আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত। তাদের মধ্যে হাসান মুহম্মদ তারেক রিকাবদার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। এই ঐক্য পরিষদের ব্যানারে এনবিআরে আন্দোলন চলছে। এছাড়া, মির্জা আশিক রানা ও শাহরীন সুস্মিতা এই পরিষদের সহসভাপতি পদে রয়েছেন।

উল্লেখ্য, এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মে থেকে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করে আসছেন। এর ফলে সরকারের রাজস্ব আহরণের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা চলছিল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: