ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের সঙ্গে বিমানযুদ্ধের শেষ পর্যায়ে গত ২৩ জুন ইসরায়েল এভিন কারাগারে হামলা চালায়। এটি তেহরানের সবচেয়ে কুখ্যাত রাজনৈতিক বন্দি কেন্দ্র হিসেবে পরিচিত। রোববার (২৯ জুন) দেশটির বিচার বিভাগ এই হামলার হতাহতের খবর নিশ্চিত করেছে।
নিহতদের তালিকায় রয়েছেন কারা কর্মকর্তা, সেনা সদস্য, কয়েদি এবং কয়েদিদের স্বজনরা। পাশাপাশি, তেহরান নিশ্চিত করেছে যে কারাগারটির আশপাশের বাসিন্দারাও এই প্রাণহানির শিকার হয়েছেন।
সংঘাত চলাকালীন ২৩ জুন আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) এভিন কারাগারে হামলা চালালে কারাগারের বিভিন্ন ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই হামলা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে এবং ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে।
এভিন কারাগারে একাধিক বিদেশি নাগরিক আটক রয়েছেন। এর মধ্যে দুজন ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস তিন বছর ধরে সেখানে আটক আছেন।
0 coment rios: